প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৫:৫২ এ.এম
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদের স্মরণে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল, কালো ব্যাজ ধারণ এবং মৌন মিছিল আয়োজন করেছে। আজ (১৮ জুলাই) শুক্রবার বিকেল ৩টায় কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় মেগা কনভেনশন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে মইজ্জারটেক এলাকায় গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, "যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেই পরাজিত শক্তি এখন আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে, অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এ দেশের মানুষ এ ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আকাশের মতো বিশাল। আকাশকে ঢেকে রাখা যায় না, তেমনি তারেক রহমানকেও কেউ থামাতে পারবে না। ২০২৬ সালের নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
এ সময় ব্যারিস্টার হেলাল কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "তারেক রহমানকে নিয়ে কোনো অপপ্রচার বা ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করলে জনগণ তা মেনে নেবে না। একাত্তরের পরাজিত শক্তির মতোই বর্তমান ষড়যন্ত্রকারীরাও বাংলার মাটি থেকে বিদায় নেবে।"
মৌন মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আজিজুল হক চেয়ারম্যানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এর আগে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin