কৃষক দলের নবনির্বাচিত সদস্যদের অভিষেক, পরিচিতি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৫নং নাঙ্গলমোড়া ইউনিয়ন কৃষক দলের নবনির্বাচিত সদস্যদের অভিষেক, পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি আজ (১৮ জুলাই) শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। নাঙ্গলমোড়া শামশুল উলুম ফাযিল ডিগ্রী মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. বদিউল আলম মেম্বার এবং সঞ্চালনা করেন গাজী শাহেদুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জল। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষক দল গড়ে তুলে দেশের কৃষি উন্নয়নের ভিত্তি শক্ত করেছেন। কৃষকদের উন্নয়নে তারেক রহমানের ৩১ দফার মধ্যে ১৭ দফা কৃষি খাতের জন্য নির্ধারণ করা হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হাটহাজারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. শাহাদাত ওসমান চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন সার্জেন্ট (অব:) এরশাদুল আলম মুরাদ, সদস্য সচিব, হাটহাজারী উপজেলা কৃষকদল এবং বাবু উত্তম কুমার দাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পর নবনির্বাচিত সদস্যদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। কৃষকদল নেতারা জানান, কৃষকদের সংগঠিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।