প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৪:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৫:৩০ এ.এম
জামালপুরে নাশকতার মামলায় যুব মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

জামালপুরে নাশকতার মামলায় জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া আফরিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাথালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস শাকিব।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল রাতে অভিযান চালিয়ে তানিয়া আফরিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin