মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। জেলার গুরুত্বপূর্ণ নদীপথে, বিশেষ করে মধুমতী নদীতে, নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি ফিরে এসেছে।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে তারা মাঠে কাজ করছে। হাইওয়ে, গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং জলপথে যানবাহন তল্লাশি, চলাচল নিয়ন্ত্রণ ও সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তকরণ কার্যক্রম চলছে। মূল লক্ষ্য হলো যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধ ও শান্তি বজায় রাখা।
নদীপথে নজরদারি আরও বাড়ানো হয়েছে। মধুমতী নদীসহ বিভিন্ন জলপথে বোট পেট্রলিংয়ের মাধ্যমে নাশকতা ও অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে সচেষ্ট রয়েছে নৌবাহিনী। এতে নদীপথে নিরাপদ চলাচল নিশ্চিত হওয়ায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে আস্থা তৈরি হয়েছে।
নৌবাহিনীর দৃশ্যমান উপস্থিতি ও নিয়মিত টহলের কারণে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এই পদক্ষেপ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং ব্যবসা-বাণিজ্যও স্বাভাবিক হতে শুরু করেছে।
নৌবাহিনী জানিয়েছে, সম্ভাব্য যেকোনো অস্থিতিশীলতা মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে শান্তি বজায় রাখতে তারা বদ্ধপরিকর।
উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও নৌবাহিনীর যৌথ টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপালগঞ্জে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।