গোপালগঞ্জে সহিংসতায় ৪৫ পুলিশ সদস্য আহত, চারজনের প্রাণহানি

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৪৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া একাধিক সাংবাদিকও আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে জমা দেওয়া পুলিশের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জ জেলায় বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বুধবার সেনাবাহিনী ও পুলিশ উচ্ছৃঙ্খল জনতাকে শান্ত করার চেষ্টা করলেও তারা কোনো নির্দেশ মানেনি। বরং ইট-পাটকেল ছোড়া এবং দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ, সেনাবাহিনী ও এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
এছাড়া দুর্বৃত্তরা গোপালগঞ্জ জেলা কারাগারসহ একাধিক সরকারি স্থাপনায় হামলা চালায়। এসময় সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ৪৫ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।