প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৫:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৫:৪১ এ.এম
গোপালগঞ্জকে মানচিত্র থেকে বাদ দেওয়ার দাবি আমির হামজার

ইসলামী বক্তা মুফতি আমির হামজা গোপালগঞ্জ জেলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “গোপালগঞ্জকে দেশের মানচিত্র থেকে বাদ দিয়ে ৬৩ জেলা নিয়ে বাংলাদেশ গঠন করা হোক। এ জেলা মানচিত্রে না থাকাই ভালো।”
ইসলামী বক্তা মুফতি আমির হামজা গোপালগঞ্জ জেলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “গোপালগঞ্জকে দেশের মানচিত্র থেকে বাদ দিয়ে ৬৩ জেলা নিয়ে বাংলাদেশ গঠন করা হোক। এ জেলা মানচিত্রে না থাকাই ভালো।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী কুষ্টিয়া শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।
আমির হামজা আরও বলেন, “গোপালগঞ্জকে আশপাশের জেলায় ভাগ করে দেওয়া হলে ভালো হবে। জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের ১৮ কোটি মানুষের ওপর হামলার সমান। যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তিনি দাবি করেন, “আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি, তা পার হয়ে যাচ্ছে। অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা না হলে ধরে নিতে হবে, জেলার দায়িত্বশীলরা এর সঙ্গে জড়িত।”
সমাবেশে জেলা জামায়াতের অন্যান্য নেতারা বলেন, অধ্যাদেশ জারি করে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা উচিত। এ ছাড়াও তারা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin