প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৫:৩২ এ.এম
আমাদেরকে ত্রিমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে নির্বাচন আদায় করতে হবে -সরদার সাখাওয়াত হোসেন বকুল

“আমাদেরকে ত্রিমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে নির্বাচন আদায় করতে হবে” — এমন মন্তব্য করেছেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। সমাবেশের আয়োজন করে মনোহরদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “একটি ফ্যাসিস্ট বিদায় হয়েছে বাংলার জমিন থেকে জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে। কিন্তু এখন নতুন করে ষড়যন্ত্র চলছে, যাতে দেশে সুষ্ঠু নির্বাচন না হয়। আমাদেরকে ত্রিমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। একদিকে ফ্যাসিস্ট শক্তি, অন্যদিকে জামায়াত-রাজাকারদের দোষর, আর এই নব্য ফ্যাসিস্ট এনসিপির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন আমাদের মূল লক্ষ্য।”
এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার শপথ পুনর্ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক ভিপি গোলাম মোস্তুফা, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভা শেষে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সরদার সাখাওয়াত হোসেন বকুল ও আমিনুর রহমান সরকার দোলনের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষকদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি মনোহরদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে থানার সামনে দিয়ে উপজেলা চত্বরে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin