প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৬:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১:০৯ পি.এম
জুলাই আন্দোলনের কর্মীকে গুলি করার হুমকি, ছাত্রনেতার অডিও ফাঁস

ফেসবুকে ভিডিও শেয়ার করায় শিমুল হোসেন নামে এক যুবককে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পলাতক জেলা সভাপতি। ঘটনাটি ঝিনাইদহে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ঝিনাইদহে ফেসবুকে আন্দোলনের ভিডিও শেয়ার করায় শিমুল হোসেন নামে এক যুবককে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পলাতক জেলা সভাপতি সজিব হোসেন। বুধবার রাতে ঝিনাইদহ সদর থানায় শিমুল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে শহরের ২ নম্বর পানির ট্যাংকি পাড়ায় নিজ প্রতিষ্ঠানে বসা অবস্থায় শিমুলকে ফোন করেন সজিব। এসময় তিনি হুমকি দিয়ে বলেন, “জুলাই তো আরো আসবে, তখন তোর চোখে গুলি করে হত্যা করা হবে।” কথোপকথনের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “এসআই মনোজ কুমারকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin