প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১২:৩৩ পি.এম
পুনরায় গোপালগঞ্জে কারফিউ জারি, প্রশাসনের কড়া নজরদারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’কে কেন্দ্র করে সংঘটিত ভয়াবহ সহিংসতার পর জেলা প্রশাসন গোপালগঞ্জ জেলায় পুনরায় কারফিউ জারি করেছে।
জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা হতে আগামীকাল (শুক্রবার) দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। তবে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
এর আগে গতকাল রাতে কারফিউ জারি করা হলেও আজ নতুন করে পুনরায় কারফিউ আরোপ করা হয়েছে পরিস্থিতির অবনতি ও উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জেলা ব্যাপ্তি ১৫ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin