প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১০:৫৯ এ.এম
দামেস্কে সিরীয়া সেনা সদর দপ্তরে ইসরায়েলের ড্রোন হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার সকালে সংঘটিত এ হামলায় সদর দপ্তরের সামনের ও পেছনের অংশে দুটি ড্রোন বিস্ফোরণ ঘটে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে দাবি করেন, সিরীয় সেনাবাহিনীর উপস্থিতির জবাবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা শহরে দ্রুজ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে আল জাজিরার স্থানীয় প্রতিনিধি জানান, হামলার পর দামেস্ক আকাশে ড্রোনের গর্জন ও পাল্টা গুলির শব্দ শোনা যায়। সিরীয় সেনারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে পাল্টা প্রতিক্রিয়া জানায়।
উল্লেখ্য, সম্প্রতি সুইদায় সরকারপন্থী বাহিনী ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। সেই উত্তেজনার ধারাবাহিকতায় এই হামলার ঘটনা ঘটল বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin