প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৪:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১০:৫৭ এ.এম
গোপালগঞ্জে চলছে কারফিউ, আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নৌবাহিনী

গোপালগঞ্জে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি সক্রিয় ভূমিকা পালন করছে বাংলাদেশ নৌবাহিনী।
স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে মাঠে রয়েছে এই বাহিনী।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বাহিনীটি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে। দেশের স্বার্থে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী সবসময়ই প্রস্তুত বলে জানানো হয়।
কর্তৃপক্ষ আরও জানায়, “চলমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এ বাহিনী। সাধারণ জনগণের সহায়তা ও আস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস কাজ করে যাচ্ছে নৌবাহিনী।”
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে লক্ষ্যে প্রতিটি বাহিনী নিজ নিজ দায়িত্ব পালনে তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে জনসাধারণের মাঝে আস্থা ফিরিয়ে আনতে ও সহিংসতা প্রতিরোধে নৌবাহিনীর উপস্থিতি বড় ভূমিকা রাখছে।
এদিকে স্থানীয় নাগরিকদের অনেকেই বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সমন্বিত উদ্যোগে শহরের পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল রয়েছে। তারা আশা প্রকাশ করছেন, পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে উঠবে এবং সাধারণ জনজীবনে শৃঙ্খলা ফিরে আসবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin