প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৬:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১০:৫৫ এ.এম
যৌথ বাহিনীর অভিযানে গোপালগঞ্জে আটক ২০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষ, নাশকতা ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীসহ মোট ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
জেলা পুলিশ জানিয়েছে, বুধবার (১৬ জুলাই) দুপুর থেকে শুরু করে বৃহস্পতিবার (১৭ জুলাই) পর্যন্ত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। তাদের মধ্যে সেনাবাহিনী আটক করেছে ১৫ জন এবং পুলিশ ৫ জনকে আটক করেছে।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ড. রুহুল আমিন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গতকাল থেকে আজ পর্যন্ত যৌথ অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। সেনাবাহিনী ১৫ জনকে এবং পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। সবাইকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin