প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১০:৪৭ এ.এম
গোপালগঞ্জের ঘটনায় যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষিতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, “যারা অন্যায় করেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে—কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
গোপালগঞ্জে যে এ ধরনের হামলা ও সহিংসতা ঘটতে পারে—সেই তথ্য গোয়েন্দা সংস্থার কাছে ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু এতো পরিমাণ যে হবে, সে তথ্য ছিল না।”
তিনি আরও বলেন, “আমরাতো সেখানে কালকেও নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন সে জায়গার পরিস্থিতি স্বাভাবিক।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অভিযোগ করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ ব্যাপারে আপনিও তো অনেক কথা বলতে পারেন। যার যে বক্তব্য, সে সেটা দেবে।”
তিনি এ-ও জানান যে, আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতে আরও প্রস্তুতি জোরদার করা হবে, যাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে।
গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে উপদেষ্টা বলেন, “যারা অন্যায় করেছেন, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin