দীর্ঘ ৮০ বছরের প্রতীক্ষার পর আবারও আজানের ধ্বনিতে মুখরিত হলো বসনিয়ার কুতাইসি গ্রামের ঐতিহাসিক মসজিদ। ১৯৪২ সালে বন্ধ হয়ে যাওয়া মসজিদটি পূর্ণাঙ্গ সংস্কারের পর পুনরায় মুসল্লিদের জন্য উন্মুক্ত হলো। উদ্বোধনী দিনটি ছিল এক অনন্য আবেগ ও ধর্মীয় উচ্ছ্বাসের সমাবেশ।
পাঁচ বছরব্যাপী সংস্কার শেষে ট্রেবিঞ্জে ইসলামিক কমিউনিটি কাউন্সিলের উদ্যোগে নবজীবন পায় মসজিদটি। এটি কাউন্সিলের তত্ত্বাবধানে সংস্কার করা ১১তম মসজিদ। উদ্বোধনের দিনে সারায়েভো, মোস্তার, ডুব্রোভনিক, ক্যাপলজিনা, জাবলানিচিয়া ও ভিসোকোসহ বিভিন্ন শহর থেকে আগত মুসল্লিদের “তাকবির” ধ্বনিতে মুখর ছিল কুতাইসি।
মসজিদের ইমাম শেখ হাফিজ সাদিক ফাজলাগিক মুসল্লিদের উদ্দেশে বলেন,
তিনি মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে ইসলামী ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ইসলামিক কমিউনিটির ওয়াক্ফ অধিদপ্তরের প্রধান ড. সেনেদ জাজিমোভিচ, মোস্তারের মুফতি ড. সেলিম দেডোভিচ, মুসলিম স্কলারদের সমিতির সদস্য ও প্রেসিডেন্সির ধর্মবিষয়ক প্রতিনিধিরা।
এই মসজিদের পুনর্জাগরণ শুধু একটি স্থাপনার সংস্কার নয়; বরং বসনিয়ার ইতিহাস, ঈমানী চেতনা ও আত্মপরিচয়ের পুনর্জন্মের এক মাইলফলক। সেদিন শুধু মিনারে আজান ওঠেনি—পাশাপাশি জেগে উঠেছে বিশ্বাস, ঐতিহ্য ও বিজয়ের আশাবাদ।