জামায়াতের জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরে মিছিল

নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুর শহরে মিছিল ও পথসভা করেছে দলটির পৌর শাখা। বুধবার (১৬ জুলাই) বিকেলে পিরোজপুর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এই মিছিলটি শেষ হয় জেলা কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায়।
পথসভায় জামায়াতের পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা সেক্রেটারি রাকিবুল হাসান, পৌর আমীর ইসহাক আলী খান এবং পৌর সেক্রেটারি আল আমিন শেখ বক্তব্য রাখেন।
বক্তারা জানান, আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় জামায়াতের জাতীয় মহাসমাবেশে অংশগ্রহণের জন্য পিরোজপুর থেকে ইতোমধ্যে হাজার হাজার কর্মী ও সমর্থক বাস, লঞ্চ ও অন্যান্য যানবাহনের মাধ্যমে রাজধানী অভিমুখে যাত্রার প্রস্তুতি নিচ্ছে। তারা বলেন, “৭ দফা দাবিকে সামনে রেখে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
সভায় বক্তারা ১৬ জুলাই শহীদ আবু সাঈদের স্মরণে আয়োজিত দিবসেও সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরেন। তারা অভিযোগ করেন, “ডিসি অফিসের একটি প্রোগ্রামে আওয়ামী লীগপন্থী সরকারি কর্মকর্তারা ঘাপটি মেরে ছিলেন, অথচ শহীদ দিবসের আয়োজনে তাদের অনুপস্থিতি লক্ষণীয়। তাদের এই আচরণের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত।”
এছাড়া বক্তারা গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের কিছু ব্যক্তি, যা নিন্দনীয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
পথসভা থেকে সরকার ও প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, “পিরোজপুর এখনো শান্ত, কিন্তু এই শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা কেউ করলে তার পরিণাম ভালো হবে না। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”