প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৫:০৯ এ.এম
সরাইলে “জুলাই শহীদ দিবস” উদযাপিত

উজ্জল মিয়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপন করা হয়েছে "জুলাই শহীদ দিবস"। বুধবার (১৬ জুলাই) সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়, যা উপজেলা চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোশারফ হোসাইন। এতে উপস্থিত ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোরশেদ আলম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো: আনোয়ার হোসেন মাস্টার, দারুল কোরআন উচালিয়াপাড়া মাদ্রাসার মোহতামিম মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা জামায়াতে ইসলামীর নেতা খন্দকার বরকত উল্লাহ মিন্টু এবং সরাইল উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমন্বয়ক হাজী মোবারক হোসেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা "জুলাই শহীদ দিবস"-এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের জন্য শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন।
দিবসটি উদযাপনের মধ্য দিয়ে সরাইলবাসী গণতান্ত্রিক চেতনা ও ইতিহাসের প্রতি তাদের শ্রদ্ধা পুনঃব্যক্ত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin