ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ আবু সাঈদ দিবসে এনডিএফের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

মোঃ খোকন, ব্রাহ্মণবাড়িয়া।। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে স্মরণ করে ‘শহীদ আবু সাঈদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ন্যাশনাল ডক্টর’স ফোরাম (এনডিএফ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
বুধবার (১৬ জুলাই) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শহীদ ডা. মিলন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টর’স ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ডা. এম এ হানিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ডা. নোমান মিয়া বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন করে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। ১৯৭১ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। তবে বিভিন্ন কারণে সেই কাঙ্ক্ষিত অর্জন ব্যর্থ হয়েছিল। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বৈষম্য দূর করে একটি ফ্যাসিবাদবিরোধী বিজয় অর্জিত হয়। এই আন্দোলনের অন্যতম প্রেরণা ছিলেন শহীদ আবু সাঈদ, ওয়াসিম এবং মীর মুগ্ধ। আমাদের দায়িত্ব এই বীর সন্তানদের স্মরণে রাখা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা। নয়তো তারা আবার ফিরে আসতে পারে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. শাখাওয়াত হোসেন শামীম, ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলার সহ-সভাপতি রহিমা খাতুন শেফালী, এনডিএফ ব্রাহ্মণবাড়িয়ার সহ-সভাপতি ডা. ফরিদ উদ্দিন, কনসালট্যান্ট ডা. আলমগীর হোসেন এবং জেলা জামায়াতে ইসলামীর আইসিটি ও এইচআরডি সম্পাদক রাফিজুর রহমান বাপ্পি।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ আবু সাঈদসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।