প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৪:৪০ এ.এম
নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।। নড়াইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৫-২০২৭)–কে সংবর্ধনা ও মতবিনিময় সভা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখা। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮টায় নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা জামায়াতের নেতৃবৃন্দ ন্যায়বিচার, গণতন্ত্র, উন্নয়ন ও স্বাধীন সাংবাদিকতার ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক। মূল অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার আমির ও নড়াইল-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
তিনি বলেন, “নড়াইলের সাংবাদিক সমাজ দেশের ন্যায়বিচার, গণতন্ত্র ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। আমরা আশাবাদী, তারা ভবিষ্যতেও স্বাধীনতা ও দায়িত্বশীলতার সঙ্গে সমাজের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবেন।”
সভায় আরও বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু এবং জামায়াতে ইসলামীর নড়াইল জেলা সেক্রেটারি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন, “নড়াইল প্রেসক্লাব জেলার সকল রাজনৈতিক দল ও মতের ব্যক্তিদের জন্য একটি উন্মুক্ত ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। আমরা সবাই মিলে নড়াইলের উন্নয়নের জন্য কাজ করতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও কার্যকরী পরিষদের সদস্য কাজী হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাজু আহমেদ রাজিব এবং সহ-সভাপতি এম. মুনির চৌধুরী, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক কার্তিক দাস।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন– জেলা সহ-সেক্রেটারি আইয়ুব হোসেন খান, জেলা কর্মপরিষদ সদস্য ও নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হেমায়েতুল হক হিমু, জামিরুল হক টুটুল, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খাঁন আব্দুস সোবহান, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল্লাহ আল আমীন, পৌর আমির জাকির হোসেন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. আব্বাস আলী প্রমুখ।
এছাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. নুরুন্নবী সামদানী, সিনিয়র সাংবাদিক মো. সামিরুল ইসলাম, মশিউর রহমান, আব্দুল কাদের, মো. আল মুমিন এবং মো. নুরতাজুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।
আয়োজক ও অতিথিদের পক্ষ থেকে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যৎ পথচলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin