প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৬:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৬:১২ এ.এম
গোপালগঞ্জে এবার ইউএনও’র গাড়িবহরে হামলা

গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা।
এতে অন্তত কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে শহরের পৌর পার্কে একটি পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণের কথা থাকায় প্রশাসন স্থানীয়ভাবে পর্যবেক্ষণ জোরদার করেছিল।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পদযাত্রাকে কেন্দ্র করে গান্ধিয়াশুর এলাকায় আমাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।”
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজকের কর্মসূচি ছিল পৌর পার্কে। কর্মসূচিকে বানচাল করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা ইউএনওর গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালিয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”
প্রসঙ্গত, আজ এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট প্রশাসনিক ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি তবে প্রশাসন বলছে, হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin