প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৯:০০ এ.এম
শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৩ ভরি স্বর্ণালঙ্কার সহ ৫০ হাজার টাকা লুট

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার টিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরিকুল ইসলাম সুনানের বাড়িতে সশস্ত্র ডাকাতদল রবিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে হামলা চালায়।
প্রায় ৭-৮ জনের একটি ডাকাতচক্র বাড়ির বারান্দার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। এরপর পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটক করে রাখে। ডাকাতরা চাবি নিয়ে আলমারি ও সুটকেস খুলে মোট ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী তরিকুল ইসলাম জানান, ডাকাতরা তার আমেরিকায় প্রবাসী স্ত্রী নিশাত তাবাসসুমকেও মারধর ও লাঞ্ছিত করে। এই ঘটনার পর পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম ও পটুয়াখালী জেলা ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জানান, "ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
সম্প্রতি কলাপাড়া উপজেলায় একের পর এক চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী হামলা, দখল ও চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে। ৫ আগস্টের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি ও দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin