প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৮:৪০ এ.এম
কোম্পানীগঞ্জে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বামনী নদীর পাড় সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ক্লোজার এলাকার কচ্ছপদের খামারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার কয়েকজন লোক বামনী নদীর পাড়ের ব্লকের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারকৃত মরদেহের পরনে ছিল লাল রঙের টি-শার্ট ও সাদা পায়জামা। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহ ফুলে যাওয়ায় ধারণা করা হচ্ছে, যুবকটি ৪-৫ দিন আগে মারা গেছেন।
পরিদর্শক বিমল কর্মকার বলেন, “নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin