ফেনীর ছাগলনাইয়ার বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেন জেলা জামায়াতের আমির

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান। পরিদর্শনকালে তিনি পৌর এলাকার দক্ষিণ সতর নদীর তীরে অবস্থিত হিন্দু পাড়ায় বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সোমবার বিকেলে তিনি সরেজমিনে হিন্দু পাড়ার কয়েকটি পরিবারে যান এবং তাঁদের খোঁজখবর নেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে চাল, ডাল, তেল, লবণ, ও অন্যান্য শুকনো খাবার তুলে দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।
খাদ্যসামগ্রী বিতরণ শেষে মুফতি হান্নান বলেন, “দুর্যোগের সময় মানুষে মানুষে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে আমরা মানবতার জায়গা থেকে এই সহায়তা করছি।”
পরে তিনি বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখেন এবং নদীর পাড়ে এক পথসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, “প্রতিবছর বর্ষা এলেই এই অঞ্চল প্লাবিত হয়। স্থায়ী সমাধানের জন্য এখনই টেকসই বাঁধ নির্মাণ জরুরি।” তিনি বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার আহ্বান জানান।
পথসভায় তিনি আরো বলেন, “আমরা শুধু খাদ্যসামগ্রী দিয়েই দায়িত্ব শেষ মনে করি না। দুর্গত মানুষদের পুনর্বাসন ও দুর্দশা লাঘবে সরকার ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”
উল্লেখ্য, টানা বর্ষণ ও উজানের ঢলে ছাগলনাইয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে পড়ে। অধিকাংশ এলাকায় এখনও পানি না নামায় দুর্গত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।