সাইফুর রহমান, গোপালগঞ্জ।। গোপালগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র ও জনতার স্মরণে নির্মিতব্য স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শেখ কামাল স্টেডিয়ামের সম্মুখভাগে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সংলগ্ন খোলা স্থানে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম-সচিব) এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং এই উদ্যোগকে সময়োপযোগী ও ঐতিহাসিক বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. গোলাম কবির, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিল।
এছাড়া উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মজিবুল হক, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হাফেজ মাওলানা মো. মঈনুল ইসলাম ওরফে মাঈন উদ্দিনের মা মাহফুজা বেগম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত সবাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। তারা বলেন, এই স্মৃতিস্তম্ভ শুধু একটি স্থাপনা নয়, এটি হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস জানার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।
উল্লেখ্য, ১৯৭২ সালের জুলাই মাসে সারা দেশে ঘটে যাওয়া গণ-আন্দোলনে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে ছাত্র ও সাধারণ জনগণ পুলিশের গুলিতে শহীদ হন। তাঁদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয় নাগরিক ও প্রশাসনের কর্মকর্তারা।