প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১:২২ পি.এম
গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ১৩ জুলাই সকাল ১১:৩০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
সভায় জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্পষ্টভাবে জানান। পৌর টোল আদায়ে নির্ধারিত নিয়ম ও পোশাক ছাড়া কেউ টাকা তুলতে পারবে না বলে তিনি সতর্ক করেন।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, চাঁদাবাজির বিরুদ্ধে দেশে উচ্চ পর্যায়ের নির্দেশনা রয়েছে। গোপালগঞ্জে কেউই রেহাই পাবে না—ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের নজরদারিতে রাখা হয়েছে।
সড়ক দুর্ঘটনা রোধে চালক-হেলপারদের প্রশিক্ষণ, ডান পাশে বেরিকেড, হাইড্রোলিক হর্ন নিষিদ্ধকরণ ও লাইসেন্স ছাড়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সড়কে নির্মাণসামগ্রী ফেলে প্রতিবন্ধকতা তৈরি করলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা।
সভায় অবৈধ ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলন ও কৃষিজমি পরিবর্তন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়। নিরাপদ খাদ্য নিশ্চিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় হতে বলা হয়।
সম্প্রতি মন্দিরে চুরি ও অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পুলিশ সুপার। তিনি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন বা পাহারাদার রাখার পরামর্শ দেন।
সভার সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম কবির। সেনাবাহিনী, র্যাব, এনএসআই, স্বাস্থ্য, শিক্ষা, পৌর প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin