প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১০:৪৪ এ.এম
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষক ত্রিমাত্রিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ২০২৫ সালের অভিভাবক সমাবেশ। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের খোলা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবকদের সরাসরি মতামত গ্রহণ এবং স্কুলের সার্বিক অগ্রগতির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক (গণিত) মোহাম্মদ আব্দুল করিম। সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো: মোশারফ হোসাইন। তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে পরিবার ও বিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার, এবং বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া।
বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক ফখরুদ্দিন হৃদয় শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন। তাঁরা শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং মানসম্মত শিক্ষা পরিবেশ তৈরির উপর গুরুত্বারোপ করেন।
অভিভাবকদের পক্ষ থেকে মূল্যবান মতামত দেন মনির উদ্দিন সোহেল, নেহেরা বেগম, শেফালী বেগম, সালমা আক্তার, সুমিত্রা রানী, কাজী আকলিমা আক্তার, সাদিয়া আফরিন, নাঈম উদ্দিন ঠাকুর, শিরিনা বেগম ও হাফেজ জামাল উদ্দিন। তাঁরা শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরেন।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ভবিষ্যৎ গঠনে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। সমাবেশটি ছিল আন্তরিক আলোচনায় ভরপুর এবং ভবিষ্যৎ পরিকল্পনায় অনুপ্রাণিত।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin