সাইফুর রহমান, গোপালগঞ্জ।। গোপালগঞ্জ সদর উপজেলায় চাঁদার টাকা না পেয়ে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যের খরিদা মার্কেট দখল করে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই সেনা সদস্য হলেন কর্পোরাল (অব.) মোঃ ফিরোজ শেখ। অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তি মোঃ ইব্রাহিম শেখ তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে অভিযোগ। চাঁদা না পেয়ে মার্কেট দখল করে নেন তিনি।
ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ৬৭নং মৌজার বিআরএস ২৪৩৯ নং খতিয়ানের ৪৭৩৪ দাগে, ৩.২৫ শতাংশ জমির ওপর। এই জমিতে অবঃ কর্পোরাল ফিরোজ শেখ তার কষ্টার্জিত অর্থে মার্কেট নির্মাণ করে বিভিন্ন ব্যবসায়ীকে ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
ভুক্তভোগী ফিরোজ শেখ জানান, অবসরপ্রাপ্ত জীবন শুরু করার পর জমিটি ক্রয় করে সেখানে দোকানঘর নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যবসায়ী নিয়মিত ভাড়ায় দোকান চালিয়ে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই প্রভাবশালী ইব্রাহিম শেখ জোরপূর্বক পুরাতন ভাড়াটিয়াদের বের করে দিয়ে নিজেকে জমির মালিক দাবি করেন এবং নতুন ভাড়াটিয়াদের দোকান বরাদ্দ দিতে থাকেন।
এ বিষয়ে জানতে চাইলে আগের দোকান ভাড়াটে সোহাগ দাড়িয়া, আজিম ঢালী, বেল্লাল ঢালী, মন্টু ঢালী বলেন, “ফিরোজ শেখ বহু আগে এই জমি কিনে আমাদের দোকান ভাড়া দিয়েছিলেন। হঠাৎ করে আমাদের বের করে দিয়ে অন্য কাউকে বসানো হয়। এটা জোর করে দখলের শামিল।”
এই অন্যায়ের প্রতিবাদে গত ১২ মে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ফিরোজ শেখ। তিনি অভিযোগে উল্লেখ করেন, তার জীবন-জীবিকার একমাত্র অবলম্বন এই মার্কেটটি। বর্তমানে মার্কেট হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি।
এ ঘটনায় অভিযুক্ত মো. ইব্রাহিম শেখের মোবাইল নম্বরে (০১৩১৯……২০৪৯) একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
অবঃ কর্পোরাল ফিরোজ শেখ বলেন,
“আমি দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করেছি। এখন নিজের সম্পত্তির জন্য ঘুরে বেড়াতে হচ্ছে। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন—আমি যেন আমার নিজস্ব সম্পত্তি ফিরে পাই।”