প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৯:৩৮ এ.এম
ববিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বর্ষা এলেই নেমে আসে ভোগান্তির ছায়া। সামান্য বৃষ্টিতেই প্রশাসনিক ও একাডেমিক ভবনের আশপাশসহ পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। রাস্তার গর্ত, নোংরা পানি আর ভাঙাচোরা লাল ইটের পথ যেন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী চিত্র হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা গেছে, একাধিক সড়কে পানি জমে তৈরি হয়েছে ছোট ছোট পুকুর। শিক্ষার্থীরা কেউ প্যান্ট গুটিয়ে, কেউবা জুতা হাতে কাদাজল মাড়িয়ে ক্লাসে যেতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও রুটে পরিবহন চলাচলেও দেখা গেছে একই দুর্দশা। জলাবদ্ধতা ও ভাঙা রাস্তার কারণে বাস চলাচল বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, প্রতিষ্ঠার ১৫ বছর পরও ক্যাম্পাসের অধিকাংশ সড়ক এখনও পাকা হয়নি, যা দুর্ভাগ্যজনক।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জুবায়ের হোসেন বলেন, “জুতা খুলে ক্লাসে যেতে হয়। জলাবদ্ধতা যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থা লজ্জাজনক।”
পরিচালন বিভাগের শিক্ষার্থী শহিদ আফ্রিদি বলেন,
“বছরের পর বছর আমরা একই দাবি জানিয়ে আসছি, কিন্তু কেউ কর্ণপাত করছে না।” জলাবদ্ধতা ও রাস্তার দুরবস্থার কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. হুমায়ুন কবির জানান,
“এই মুহূর্তে কোনো বিশেষ পরিকল্পনা নেই। ২য় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ড্রেনেজ ব্যবস্থা অন্তর্ভুক্ত করার কথা ভাবা হচ্ছে।” অন্যদিকে, প্রকৌশল দপ্তরের উপ-প্রকৌশলী মুরশীদ আবেদীন বলেন,
“আমরা অনেক আগেই প্রস্তাব পাঠিয়েছি। অর্থায়ন পেলেই কাজ শুরু করা যাবে।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অন্তর্বর্তীকালীন) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম জানান, “আমরা আগের বছর উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু কিছু জটিলতায় কাজ শুরু করা সম্ভব হয়নি। এ বছরই সমস্যার সমাধানের চেষ্টা চলছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কেও ব্যাপক জলাবদ্ধতা দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, “রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে কথা হয়েছে, বৃষ্টি থামলেই কাজ শুরু হবে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin