কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে গোপালগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গুপ্ত সংগঠনের মাধ্যমে দেশে মব সৃষ্টির অপচেষ্টা এবং চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৪ জুলাই) দুপুরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি গোপালগঞ্জ সরকারি কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পুরো সময়জুড়ে সতর্ক অবস্থানে ছিল।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য ডাঃ কে. এম. বাবর, গোপালগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের পিপি এবং সাবেক ছাত্রদল সভাপতি অ্যাডভোকেট মোঃ তৌফিকুল ইসলাম তৌফিক, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরুল হাসান।
বক্তারা বলেন, “গুপ্ত সংগঠনের ছত্রছায়ায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের পক্ষে ছাত্রদল সব সময় রাজপথে ছিল, আছে এবং থাকবে।” তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী সারাদেশে কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিল ও সমাবেশে আরও অংশ নেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হলেও রাজনৈতিক বার্তাটি ছিল স্পষ্ট—ছাত্রদল এখন আরও সংগঠিত, রাজপথে সক্রিয় এবং কেন্দ্রের নির্দেশনায় সচল।