ফেনী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফেনী বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফেনী শহরের মুক্তবাজার সংলগ্ন উন্মুক্ত স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার। আয়োজনটি করেন ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান চৌধুরী আসিফ। সংবর্ধিত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়।
নবনির্বাচিত কমিটির নেতারা হলেন—আজমাইন কিবরিয়া মজুমদার অকিব (সভাপতি), মাহফুজুর রহমান মিরাজ (সাধারণ সম্পাদক) এবং সাজিদ ভূইয়া (সিনিয়র যুগ্ম সম্পাদক)। অনুষ্ঠানে সভাপতিদের স্বাগত জানানোর পাশাপাশি ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রশিদ আহমদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও পৌর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ এবং জেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
ফজলুল হক লিটন, আব্বাস পাটোয়ারী, নাহিদুল ইসলাম রিপু, নাছির ইমাম ভুট্টু, সাইদুর রহমান পিংকু, সাইদুল ইসলাম সাঈদ, একরামুল হক রানা, শেখ মনির রাকিব, সাফায়েত হোসেন নাদিম, মাহমুদুল হাসান, গিয়াস উদ্দিন স্বপন, নেছার উদ্দিন বাপ্পী, জিয়া উদ্দিন লাভিম, রিফাত, মাসুদ নিবির, তপু চন্দ্র দাস, আইমান মজুমদার, আতিকুর রহমান আতিক, জিসান, শাকিল, মাহফুজ আলম এবং জাহিদুল ইসলাম রবিন।
এছাড়া পাঠাননগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান হাসিব এবং যুবদল নেতা মহিউদ্দিন মতিন, আব্দুল লতিফ সুমন, সোহরাব হোসেন অপু, মাহমুদুল হক বাবু, রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি রাজনৈতিক ঐক্য ও দলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহের প্রতিচ্ছবি হয়ে উঠে।