প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৯:২৩ এ.এম
ফেনীর দাগনভুঞা ও ছাগলনাইয়ায় পানিতে ডুবে ২ জনের মৃত্যু

ফেনী জেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতদের একজন দাগনভুঞা উপজেলার মমারিজপুর গ্রামের বাসিন্দা, অন্যজন ছাগলনাইয়ার বাংলাবাজার গতিয়া এলাকার এক প্রতিবন্ধী শিশু।
প্রথম ঘটনা ঘটেছে রোববার (১৪ জুলাই) দুপুরে দাগনভুঞা উপজেলার মমারিজপুর গ্রামে। পুবালী ব্যাংকের কর্মকর্তা মোঃ রাসেলের একমাত্র পুত্র ওয়াসির রহমান (৪) পারিবারিক পুকুরে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের অজান্তেই সে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর পুকুরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওয়াসির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারে নেমে আসে আহাজারি ও হৃদয়বিদারক দৃশ্য। বাদ মাগরিব নিজ বাড়ির আঙিনায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। দাগনভুঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
একই দিনে দ্বিতীয় ঘটনাটি ঘটে ছাগলনাইয়া উপজেলার বাংলাবাজার গতিয়া গ্রামে। দুপুরে এক প্রতিবন্ধী শিশুকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, শিশুটি অনেক আগেই মৃত্যুবরণ করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin