প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৯:০৭ এ.এম
অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

রবিবার ছাগলনাইয়ার জমদ্দার বাজার এলাকায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
তিনি জানান, চায়না দুয়ারী জাল ব্যবহার মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এটি একটি নিষিদ্ধ জাল, যা দেশীয় মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালে শুধু বড় মাছ নয়, পোনা মাছ, ব্যাঙ, শামুক, কচ্ছপ, এমনকি সাপও ধরা পড়ে, যা প্রাকৃতিক প্রজনন চক্রকে ব্যাহত করে এবং দেশীয় মাছের বংশবৃদ্ধি হ্রাস করে।
অভিযানে আটক করা জালগুলো পরে ধ্বংস করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে দুইটি মামলায় দুইজনকে মোট ৮,০০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, পরিবেশ ও মৎস্য সম্পদ রক্ষায় মোবাইল কোর্টের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin