প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৯:০৫ এ.এম
ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ

রবিবার (১৩ জুলাই) বিকাল ৪টা ৩০ মিনিটে গোপালগঞ্জ জেলা মডেল মসজিদের সামনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ঢাকার মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ ওরফে লালচাঁদ (৩৯)–এর নৃশংস হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি এখনই সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যার রাজত্ব কায়েম করেছে। দেশজুড়ে তাদের নৈরাজ্যকর কর্মকাণ্ডের কারণে তারা ক্ষমতায় আসার আগেই জনগণের ঘৃণা ও প্রত্যাখ্যানের মুখে পড়েছে। বক্তারা অবিলম্বে সোহাগ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান। বক্তব্য রাখেন—
গোপালগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা তসলিম হোসেন সিকদার
জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ নাহিদ ইসলাম
শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মুক্তি দিদারুল ইসলাম
জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান
মাওলানা জসিম উদ্দিন
নুর ইসলাম লেলিনসহ অসংখ্য নেতাকর্মী।
সভাপতির বক্তব্যে মাওলানা মিজানুর রহমান বলেন, “পাথর মেরে সোহাগকে হত্যার ঘটনা দেশের ইতিহাসে এক বর্বরোচিত অধ্যায়। এই হত্যাকাণ্ডের বিচার দৃষ্টান্তমূলক হতে হবে।” তিনি বিএনপির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি গোপালগঞ্জে কোথাও বিএনপির কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তবে তাকে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin