গোপালগঞ্জে মুকসুদপুরে গৌতমের পরিবারের পাশে জামায়াত প্রার্থী মাওলানা হামিদ

সাইফুর রহমান, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে দুর্বৃত্তদের নির্মম হামলায় নিহত নৈশপ্রহরী গৌতম গাইনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ-১ আসনের মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মাওলানা আব্দুল হামিদ। এই সহানুভূতিশীল পদক্ষেপটি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মাওলানা আব্দুল হামিদ সরাসরি নিহত গৌতমের বাড়িতে যান। সেখানে তিনি নিহতের স্ত্রী মিলি বৈরাগী, কন্যা সাগত গাইন ও পুত্র অনন্ত গাইনের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেন। তিনি আশ্বস্ত করেন, “এই পরিবারকে সব ধরনের আইনি ও মানবিক সহায়তা দেওয়া হবে। কেউ যেন এভাবে পিতা হারিয়ে না কাঁদে, তা নিশ্চিত করতেই আমাদের এই প্রচেষ্টা।”
মাওলানা হামিদ আরও বলেন, “আমরা চাই প্রকৃত অপরাধীরা দ্রুত চিহ্নিত হোক এবং বিচারের মুখোমুখি হোক। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাংবাদিকদেরও আমরা আহ্বান জানাই, তারা যেন সত্য উদ্ঘাটনে ভূমিকা রাখেন।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারী আল-মাসুদ খান, জলিরপাড় ইউনিয়নের সভাপতি ফকির মিরাজ আলী শেখ, ননীক্ষীর ইউনিয়ন শাখার সভাপতি জাহিদুর রহমান, রাসেল শেখসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
প্রসঙ্গত, গৌতম গাইন (৩৫) জলিরপাড় জে কে এম বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন। গত ৯ জুলাই রাত ৯:৩০ মিনিটের দিকে তিনি ডিউটির সময় নিখোঁজ হন। তার লাশ উদ্ধার করা হয় ১২ জুলাই, মাদারীপুর-গোপালগঞ্জ বিল রুট ক্যানেল থেকে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনায় নিন্দা ও দ্রুত বিচার দাবি করছে।