গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের দুই শীর্ষস্থানীয় নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী দুই নেতা হলেন—সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান এবং সিনিয়র সহ-সভাপতি মো. জাহিমুর রহমান জিসান।
১২ জুলাই ২০২৫ (শনিবার) সন্ধ্যায় তারা পৃথকভাবে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে পদত্যাগের বিষয়টি ঘোষণা করেন। উভয়ের স্ট্যাটাসে নিজেকে “অরাজনৈতিক ব্যক্তি” হিসেবে ঘোষণা করে ব্যক্তিগত কারণ ও আদর্শগত সংঘর্ষকে পদত্যাগের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তারা লেখেন, “আমি স্বেচ্ছায়, সজ্ঞানে এবং ব্যক্তিগত কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে নিজেকে অরাজনৈতিক মানুষে পরিণত করলাম। ব্যক্তিগতভাবে যে আদর্শ আমি ধারণ করতাম, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে সেই আদর্শের সঙ্গে বর্তমান পরিস্থিতি সাংঘর্ষিক বিধায় আমি উক্ত পদ থেকে অব্যাহতি নিলাম।”
এ হঠাৎ পদত্যাগের পেছনে কী রাজনৈতিক চাপ, আদর্শগত দ্বন্দ্ব না কি ভিন্ন কোনো কারণ রয়েছে—তা নিয়ে ইতোমধ্যেই ছাত্রদলসহ রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও জল্পনা। গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিশ্লেষকদের মতে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে ৫ আগস্ট-পরবর্তী রাজনীতির গতিপথ ও ছাত্র রাজনীতিতে আদর্শ বিচ্যুতি, অনেক তরুণ নেতার মনোভাবে প্রভাব ফেলছে। এসব নেতার পদত্যাগ হয়তো সেই larger disillusionment-এরই অংশ।
দলীয় নেতারা এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে ছাত্রদলের অভ্যন্তরে এ ধরনের হঠাৎ পদত্যাগ ভবিষ্যতের রাজনীতিতে নানা বার্তা দিচ্ছে বলে অনেকে মনে করছেন।