প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৬:৪০ এ.এম
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জের ধরে-ধর্ষণ’ মামলার আসামি শিশু রাব্বি মোল্লা ১৫

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক অষ্টম শ্রেণির স্কুলছাত্রের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়েরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত রমজান (রাব্বি) মোল্লা (১৫) বর্তমানে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে।
শিশু রাব্বির বাবা রবিউল মোল্লা জানান, গত ৮ মাস ধরে প্রতিবেশী আনিছ মোল্লার সঙ্গে সাড়ে ৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৮ জুলাই ওই জমির ওপর দিয়ে ডিশলাইনের তার নেওয়া নিয়ে প্রথম দফায় উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরদিন ৯ জুলাই বাঁশ কাটাকে কেন্দ্র করে পুনরায় বাকবিতণ্ডা ঘটে।
পরবর্তী দিন ১১ জুলাই (বৃহস্পতিবার), আনিছ মোল্লা তার স্ত্রী তানিয়া বেগমকে দিয়ে থানায় অভিযোগ করেন যে, তাদের দ্বিতীয় শ্রেণির স্কুলপড়ুয়া মেয়ে রাব্বির দ্বারা ধর্ষণচেষ্টার শিকার হয়েছে। অভিযোগের পরদিন, তদন্ত ছাড়াই পুলিশ রাব্বিকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং মামলা রেকর্ড করে। আদালতের নির্দেশে তাকে যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়।
ঘটনাটিকে সম্পূর্ণ সাজানো দাবি করে মামলার ২ নম্বর সাক্ষী ও বাদীর ঘনিষ্ঠ প্রতিবেশী বেলি বেগম বলেন, “আমি কিছুই জানি না। আমাকে সাক্ষী করা হয়েছে অথচ কেউ কিছুই বলেনি।”
এলাকাবাসীর ভাষ্যমতে, এ ঘটনার পেছনে জমি সংক্রান্ত পুরনো বিরোধ এবং স্থানীয় প্রভাবশালী মহলের সুপারিশ থাকতে পারে। তারা একে একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “গ্রামে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, এটা জমির দ্বন্দ্বের ফল।”
অভিযোগ সম্পর্কে জানতে বাদী তানিয়া বেগমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তার স্বামী আনিছ মোল্লা ফোন ধরে বলেন, “আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। এলাকাবাসী যা বলছে, সেটাই লিখে নিন। চাইলে থানায় গিয়ে জেনে নিতে পারেন।”
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমেই মামলা গ্রহণ করা হয়েছে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin