শেরপুর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, একইসঙ্গে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী ফজলুর রহমান তাঁরা’র সম্মানে এক গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকালে রাজনগর ইউনিয়নের নলজোড়া ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনার আয়োজন করে রাজনগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাতেম আলী। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দোলাল হোসেন দেলো। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তাঁরা। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী ফুল দিয়ে অতিথিকে বরণ করে নেন।
বক্তারা বলেন, “ফজলুর রহমান তাঁরা শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং তৃণমূলে দলের একজন সংগঠক হিসেবে তিনি বহুদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বগুণে তিনি শেরপুর জেলা বিএনপির অন্যতম মুখ হয়ে উঠেছেন।”
তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে শেরপুর-২ আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা। গণসংবর্ধনার জবাবে আবেগঘন বক্তব্যে ফজলুর রহমান তাঁরা বলেন, “এই সম্মান কেবল আমার একার নয়। এটি শেরপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিটি বিএনপি নেতাকর্মীর সম্মান।”
তিনি আরও বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করাই হবে আমাদের মূল লক্ষ্য।” অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, তাঁরা ফজলুর রহমান তাঁরা’র নেতৃত্বে নালিতাবাড়ী-নকলা এলাকায় বিএনপিকে আরও সুসংগঠিত ও কার্যকর রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে অঙ্গীকারবদ্ধ।