“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে তিনদিনব্যাপী বিশেষ সেবা ক্যাম্পের আয়োজন করেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত চলা এই কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরাসরি স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকায়।
১২ জুলাই (শনিবার) সকালে সদর ইউনিয়নের ধুপ্যাচর পাড়ায় এক উঠান বৈঠক ও স্যাটেলাইট ক্লিনিকের আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে সেবা কার্যক্রম তদারক করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক শান্ত বাবু তঞ্চঙ্গ্যা। তিনি অংশগ্রহণকারীদের মাঝে গর্ভকালীন ও প্রসবকালীন সেবা, বাল্য বিবাহ প্রতিরোধ, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।
উক্ত উঠান বৈঠকে সেবা প্রদান করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা রীনা চাকমা এবং পরিবার কল্যাণ সহকারী বসুন্ধরা চাকমা। এছাড়া ১১ জুলাই বিলাইছড়ি সদর ক্লিনিক ও কেংড়াছড়ি ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আয়রন ও ফলিক এসিড ট্যাবলেট বিতরণ, কিশোর-কিশোরীদের পুষ্টি সচেতনতা এবং সাধারণ চিকিৎসাসেবা প্রদানের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়।
তিন দিনের এই আয়োজনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে—তরুণ প্রজন্মকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিষয়ে সচেতন করে তোলা, যাতে তারা দায়িত্বশীল ও সুস্থ জীবন গড়তে পারে। পরিবার পরিকল্পনা বিভাগ জানিয়েছে, ১৩ জুলাইও পূর্বনির্ধারিত স্থানগুলোতে আগের দিনের মতোই স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু থাকবে।