রাজবাড়ীর ঐতিহাসিক পদ্মাপাড় আজ পেল সবুজের নবজাগরণ। জেলার গোদার বাজার সংলগ্ন পদ্মাপুলক এলাকায় সৌন্দর্যবর্ধন এবং নদীভাঙন রোধে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পরিবেশ সংরক্ষণ এবং পর্যটন সম্ভাবনাকে কেন্দ্র করেই পরিচালিত হয়।
শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ সময় জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, পদ্মাপাড়ে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে এলাকাটি যেন মানুষের জন্য একটি নির্মল বিনোদনকেন্দ্রে রূপ নেয়, সেই লক্ষ্যেই কাজ চলছে।
কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ-উল-হাসান, শংকর চন্দ্র বৈদ্য, উছেন মে এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তারা। সকলে মিলে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে গাছগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বও দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর মাহমুদ সুজন এবং মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম। তারা জানান, “প্রশাসনের এমন পরিবেশবান্ধব উদ্যোগে আমরা ছাত্রসমাজও সম্পৃক্ত হয়ে কাজ করতে চাই।”
পদ্মাপুলক এলাকায় এই সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, নদীভাঙনের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি পদ্মা নদীর তীরে এমন উদ্যোগ পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি পরিবেশ তৈরি করবে, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।