রাজধানীর মিটফোর্ডে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড এবং সারাদেশে চলমান খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টায় বিদ্রোহী হলের নিচ থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল, যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার একই স্থানে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে গোটা ক্যাম্পাস মুখর করে তোলেন। তারা বলেন, “সন্ত্রাসীদের আস্তানা, গুঁড়িয়ে দাও”, “আমার ভাই মরল কেন? ইন্টারিম জবাব দে”, “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”—এই স্লোগানগুলোর মধ্য দিয়ে সরকারের উদাসীনতা ও বিচারহীনতার বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভ শেষে ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, “আগের অপরাধগুলোর বিচার হলে আজ এই খুন হতো না। এটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড এবং এর দায় ইন্টারিম সরকারকে নিতে হবে।” তিনি বলেন, “আমরা কোনো দলের বিচার চাই না, আমরা চাই সত্যিকারের ন্যায়বিচার।”
এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরও একটি প্রতিবাদ বিবৃতি প্রকাশ করে। এতে হত্যার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি জানানো হয়। সারাদেশে চলমান সহিংসতা ও অব্যবস্থাপনার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রতিবাদ এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।