প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১১:৩৪ এ.এম
অর্থ মন্ত্রানালয়েরে প্রশাসনিক কর্মকর্তা(এও) তাজ উদ্দিনের নির্যাতন, প্রতারণা ও দ্বিতীয় বিবাহের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন

এ জেড আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জ।। অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা (এও) এস. এম. তাজ উদ্দিনের বিরুদ্ধে নির্যাতন, প্রতারণা ও গোপন দ্বিতীয় বিয়ের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী নওরিন সিদ্দিকা। আজ শনিবার গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর সব অভিযোগ তুলে ধরেন।
নওরিন সিদ্দিকা জানান, তিনি কোটালীপাড়ার রাধাগঞ্জ ইউনিয়নের দীঘলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ দেলোয়ার হোসেনের মেয়ে। পারিবারিকভাবে ২০১০ সালের ১৩ ফেব্রুয়ারি তার বিয়ে হয় বাগেরহাটের সিংগাতী মোল্লার হাটের এস. এম. তাজ উদ্দিনের সঙ্গে। বর্তমানে তাদের দুটি পুত্র সন্তান রয়েছে—একজনের বয়স ১৪, অন্যজনের ১০ বছর।
সংবাদ সম্মেলনে নওরিন বলেন, “বিয়ের এক বছর পর থেকেই আমার স্বামী যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন শুরু করে। আমি সব সহ্য করেছি সন্তানের ভবিষ্যতের কথা ভেবে।”
তিনি আরও জানান, তাজ উদ্দিনের নারীসংশ্লিষ্ট লোভ ও পরকীয়ার প্রতিবাদ করলে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বেড়ে যায়। রক্তাক্ত অবস্থায় একাধিকবার তাকে ঢাকা মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
তাজ উদ্দিন এক সময় অর্থ মন্ত্রণালয়ের সিবিএ নেতা হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন তিনি। “আমি বহুবার তার অফিসে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি,” বলেন নওরিন।
তিনি জানান, স্বামীর নির্যাতনের শিকার হয়ে তিনি যাত্রাবাড়ি ও লালবাগ থানায় একাধিক অভিযোগ করেন, কিন্তু প্রভাবশালী রাজনৈতিক সংযোগের কারণে তিনি সুবিচার পাননি। এমনকি সন্তানদেরও জোরপূর্বক তার কাছ থেকে কেড়ে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
সবশেষে গোপালগঞ্জ আদালতে মামলা দায়েরের পর আদালত ২০২৪ সালের ৩১ অক্টোবর মীমাংসার মাধ্যমে স্বামী-স্ত্রীকে একত্রে বসবাসে পাঠানোর নির্দেশ দেয়। কিন্তু বাসায় ফিরে তিনি আবারো নির্যাতনের শিকার হন, যেখানে তাকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টাও করা হয়।
চাঞ্চল্যকর অভিযোগ হলো, ২০২৪ সালের ৮ জুলাই তাজ উদ্দিন গোপনে দ্বিতীয় বিয়ে করেন টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকার ডিভোর্সি এক নারীর সঙ্গে। এরপর তিনি হোয়াটসঅ্যাপে একটি তালাকনামা পাঠান, যার তারিখ দেওয়া ছিল ২৪ ডিসেম্বর ২০২৪।
নওরিন অভিযোগ করেন, তাজ উদ্দিন শুধু তাকে নয়, তার ভাইকেও হত্যার হুমকি দিয়েছেন এবং অতীতে একটি ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ধরিয়ে দিয়ে একজন শিক্ষার্থীর মৃত্যুর কারণ হয়েছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়ে বলেন, “আমি আমার ১৫ বছরের সংসার ও সন্তানদের ফিরে পেতে চাই। সেইসঙ্গে তাজ উদ্দিনের সব অপরাধের বিচার চাই।”
এই অভিযোগগুলো অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার নৈতিকতা ও প্রশাসনিক দায়িত্ব পালনের প্রশ্নে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin