প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৬:৩১ এ.এম
ঢাকার মিডফোর্ডে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ী হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ

ঢাকার মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাতে ব্যবসায়ী সোহাগ নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসসংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা 'টু জিরো টু ফোর, চাঁদাবাজি নো মোর', 'আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে', 'চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না'—এই ধরনের স্লোগান দিয়ে হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, "চাঁদা না দেওয়ার কারণে এক সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।”
তারা আরও বলেন, "৫ আগস্টের পর আমরা আবারও কোনো রাজনৈতিক দলকে স্বৈরাচারী রূপে আবির্ভূত হতে দেখতে চাই না। যদি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা আবারও রাজপথে নামবো। প্রয়োজনে নতুন গণআন্দোলন গড়ে তুলবো।”
শিক্ষার্থীরা কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অভিযোগ করেন, “সোহাগ হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ ঘটনা অনেক মিডিয়া উপেক্ষা করেছে। তারা একটি বিশেষ দলের আনুগত্য করেই সত্য ঘটনাকে চেপে যাচ্ছে। আমরা গণমাধ্যমকে অনুরোধ জানাই—দলীয় স্বার্থ নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ পরিবেশন করুন।”
প্রসঙ্গত, গত সপ্তাহে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় যুবদল নেতার বিরুদ্ধে এক ব্যবসায়ীকে চাঁদাবাজির জেরে হত্যার অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেলেও, এখন পর্যন্ত দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin