অর্থঋণ মামলার গ্রেফতারি পরোয়ানায় পঞ্চগড় বিসিক নগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ দেলদার রহমান দিলুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১১ জুলাই) বেলা ১১টায় তাকে পঞ্চগড় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাকে জেল হেফাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর জয়েন্ট কমিশনার অফিস এলাকার একটি বাসা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে। এরপর রাতেই তাকে পঞ্চগড়ে নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, অধ্যক্ষ দেলদার রহমানের বিরুদ্ধে জেলা জজ কোর্টের অর্থঋণ আদালতে সিআর ৩৭১/২৩ নম্বর মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। মামলাটি ছিল চেক ডিজঅনার সংক্রান্ত, যা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট (এন.আই. অ্যাক্ট) এর আওতায় পড়ে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
পঞ্চগড় সদর থানার তদন্ত কর্মকর্তা আশিষ কুমার শীল বলেন,
“ওয়ারেন্ট ইস্যুর পর তিনি আত্মগোপনে ছিলেন। প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত করা হলে অভিযান চালিয়ে তাকে ঢাকায় গ্রেফতার করা হয়।”
অধ্যক্ষের এই গ্রেপ্তার এবং কারাবাসের ঘটনায় প্রতিষ্ঠানজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।