প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৬:২০ এ.এম
জুলাই শহীদদের মাগফেরাতে বাকৃবি ছাত্রশিবিরের দোয়া মাহফিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জুলাই শহীদদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা।
মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মুসল্লিরা। সেখানে শহীদদের আত্মার শান্তি, জাতির মঙ্গল, নৈতিকতা ও শিক্ষার উন্নতির জন্য দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান। তিনি বলেন, “জুলাই মাস আমাদের জাতীয় ইতিহাসে এক শোকাবহ অধ্যায়। শহীদদের জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব।”
ছাত্রশিবির বাকৃবি শাখার সভাপতি আবু নাসের ত্বোহা বলেন, “শহীদদের আত্মত্যাগ আজকের প্রজন্মের জন্য আদর্শ। আমরা চাই একটি ন্যায়বিচারপূর্ণ সমাজ গড়ে তুলতে, যেখানে সব মতের মানুষ একসাথে কাজ করতে পারে।”
জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ, কারণ এ মাসে বহু তরুণ শহীদ হয়েছেন ন্যায়বিচার ও আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে। এই মাহফিল সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি উদ্যোগ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin