প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৪:৪৫ এ.এম
মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে এবং মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
শতাধিক মানুষের সামনে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক জনমত তৈরি হয়।
নৃশংস এ হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা গতকাল শুক্রবার (১১ জুলাই) রাত ৯টা ৪৫ মিনিটে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্ট্যাটাসে তিনি জানান, “বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হবে।”
এছাড়া, লাল চাঁদ হত্যার দ্রুত বিচার দাবিতে প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে ববি শিক্ষার্থীরা (ববিয়ানরা)।
উল্লেখ্য, ঢাকার প্রাণকেন্দ্রে প্রকাশ্যে একজন নাগরিককে এভাবে হত্যা এবং আশপাশে উপস্থিত মানুষের নীরবতা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজ এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin