হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হলো জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন অর্ক সাংস্কৃতিক জোটের বহুল আলোচিত নৃত্য আয়োজন ‘স্ট্রিট ডান্স ৫.০’। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। জমকালো এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সরব উপস্থিতি ক্যাম্পাসজুড়ে উচ্ছ্বাস ছড়িয়েছে।
উল্লেখ্য, অর্ক সাংস্কৃতিক জোটের বার্ষিক ‘সিগনেচার ইভেন্ট’ হিসেবে ‘স্ট্রিট ডান্স’ বিশেষ পরিচিত। এবারের আয়োজন ছিল বিশেষভাবে নবাগত ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসর্গকৃত। নাচের মনোমুগ্ধকর পরিবেশনাগুলো যেন পুরো ক্যাম্পাসকে আনন্দ-উৎসবে ভাসিয়ে তোলে।
অনুষ্ঠান সম্পর্কে সংগঠনটির সভাপতি ইমাম মেহেদী মোহান বলেন, “অর্ক সাংস্কৃতিক জোট দীর্ঘদিন ধরে সুস্থ বাংলা সংস্কৃতি চর্চায় নিবেদিত। ‘স্ট্রিট ডান্স ৫.০’ ছিল আমাদের সাংস্কৃতিক অভিযাত্রারই ধারাবাহিক প্রকাশ। আমরা চেয়েছি তরুণদের উচ্ছ্বাস, ভাবনা ও শিল্পচেতনার সম্মিলিত প্রকাশ ঘটাতে। সংস্কৃতি শুধু বিনোদন নয়, এটি সমাজ পরিবর্তনের বড় শক্তি। এই আয়োজনের মাধ্যমে আমরা নতুনদের মাঝে উৎসাহ, ঐক্য এবং মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে চেয়েছি।”
সংগঠনের সাধারণ সম্পাদক সিফাত আদদ্বীন বলেন, “স্ট্রিট ডান্স ৫.০ ছিল তারুণ্যের সাহস, উদ্দীপনা ও সৃজনশীলতার এক বিশুদ্ধ অভিব্যক্তি। অর্ক সাংস্কৃতিক জোট সবসময় বিশ্বাস করে, তরুণদের শক্তিকে ইতিবাচক ধারায় প্রবাহিত করাই আমাদের লক্ষ্য। বাংলা সংস্কৃতি এখন আধুনিকতাকে আত্মস্থ করে এগিয়ে যাচ্ছে। আমরা চেয়েছি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে শৃঙ্খলা, সৌন্দর্যবোধ এবং দায়বদ্ধতা থাকবে।”
ইকোনমিক্স ২৫ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ সিয়াম বলেন, “নতুন হিসেবে এমন আয়োজন সত্যিই মন ছুঁয়ে গেছে। বড় ভাই-বোনদের নাচের পরিবেশনা দারুণ ছিল। পুরো আয়োজন স্মরণীয় হয়ে থাকবে।”
আরেক নবাগত শিক্ষার্থী জানান, “বিশ্ববিদ্যালয়ে পা রাখার শুরুতেই এমন উৎসবমুখর পরিবেশে আমরা সত্যিই আনন্দিত। আয়োজকদের আন্তরিক ধন্যবাদ।”
উল্লেখ্য, ‘স্ট্রিট ডান্স ৫.০’ অনুষ্ঠানে নাচের পাশাপাশি উপস্থিত দর্শকদের মনোরঞ্জনে ছিল আকর্ষণীয় সঞ্চালনা ও মনোমুগ্ধকর পরিবেশনা।