মনোহরদীতে জেলা প্রশাসক এর বিভিন্ন দপ্তর ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন

নরসিংদীর মনোহরদী উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বুধবার (৯ জুলাই) সকাল থেকেই তার এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়।
সকালে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ মুহাইমিন আল জিহান উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর জেলা প্রশাসক উপজেলার গুরুত্বপূর্ণ দপ্তরগুলো ঘুরে দেখেন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন। দপ্তরগুলোর প্রশাসনিক কার্যক্রম, সেবা কার্যক্রম এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন,
“উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি সন্তোষজনক। মনোহরদীর প্রতিটি দপ্তর ও প্রকল্পের কাজ সুচারুভাবে সম্পন্ন হচ্ছে, যা প্রশংসনীয়। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”
পরিদর্শন শেষে তিনি উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে আরও কার্যকর ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে উদ্যমের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রকৌশলী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
মনোহরদী উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে রাস্তা নির্মাণ, পানি সরবরাহ প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, কৃষি প্রকল্প, স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ নানাবিধ উদ্যোগ। এ সব প্রকল্পের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, বর্তমান সরকার উন্নয়নের যে অগ্রযাত্রা চালিয়ে যাচ্ছে, তারই অংশ হিসেবে জেলা প্রশাসকদের সরেজমিন পরিদর্শন কার্যক্রম চালু রয়েছে। এর ফলে প্রকল্পগুলোর কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।