প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৭:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ১১:১৯ এ.এম
আইনগত সহায়তা গেজেট বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ীতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’ বিষয়ক গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন-এর উদ্যোগে জেলা বার ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
জানা গেছে, গত ১ জুলাই ২০২৫ সালে আইনগত সহায়তা প্রদান আইন সংশ্লিষ্ট একটি গেজেট প্রকাশিত হয়। উক্ত গেজেট বাতিলের দাবিতেই আইনজীবীরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন-এর সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক (২), সাবেক সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার সোমসহ অন্যান্য সিনিয়র আইনজীবীরা বক্তব্য রাখেন।
বার এসোসিয়েশন-এর বিপুলসংখ্যক আইনজীবী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং সংশ্লিষ্ট গেজেট বাতিলের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin