আগামীকাল পিরোজপুরের ইন্দুরকানীতে ১৬ বছর পর উপজেলা বিএনপির সম্মেলন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দীর্ঘ ১৬ বছর পর আগামীকাল বৃহস্পতিবার উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাঁকজমকপূর্ণ এ আয়োজনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সম্প্রতি এলাকা বর্ণিল সাজে সজ্জিত হয়েছে। সর্বশেষ ২০০৯ সালের ১৭ নভেম্বর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় কোনো সম্মেলন না হওয়ায় এবার নেতাকর্মীরা নতুন নেতৃত্বের জন্য উৎকণ্ঠায় রয়েছেন।
সদস্য পদে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে লড়ছেন বর্তমান আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ ও সদস্য মোঃ নান্নু পঞ্চায়েত। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী—মোঃ আলমগীর কবির মান্নু, আব্দুর রাজ্জাক হাওলাদার ও শাহরিয়ার মোহাম্মদ আব্দুল্লাহ সোহেল। সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী রয়েছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ জানিয়েছেন, মাঠপর্যায়ের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। সকল সাংগঠনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, “কর্মীরা ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন। ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হওয়াই সংবিধানের বিধান।”
নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা বিএনপি শক্তিশালী ও সংগঠিত হবে।