জামালপুর জেলার বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী কাজের মূল্যায়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
সম্প্রতি জামালপুরের পুলিশ সুপার রফিকুল ইসলাম, পিপিএম, তার হাতে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা সনদ তুলে দেন।
ওসি খন্দকার শাকের আহম্মেদ বকশীগঞ্জ থানায় যোগদানের পর থেকে মাদকবিরোধী একাধিক সফল অভিযান চালিয়েছেন। পাশাপাশি মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, আইনশৃঙ্খলা রক্ষা, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নে কার্যকর ভূমিকা রেখেছেন।
এছাড়া, তিনি এলাকায় সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতেও প্রশংসনীয় অবদান রেখেছেন।
সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় ওসি খন্দকার শাকের আহম্মেদ বলেন, “এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি পুরো বকশীগঞ্জ থানা পুলিশের সম্মান। এই স্বীকৃতি পেশাগত জীবনে আরও বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “আমি এই অর্জন ধরে রাখতে থানার পুলিশ সদস্য ও উপজেলার সাধারণ মানুষের সহযোগিতা চাই।”
স্থানীয়দের মতে, তার এই সফলতা বকশীগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় নতুন আশার আলো জাগিয়েছে।