প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৩:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ১০:৫০ এ.এম
বরিশালে শিক্ষার আলো প্রসারে ‘ড. এনায়েত করিম কলেজ’-এর যাত্রা শুরু

বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দা গ্রামে ‘ড. এনায়েত করিম কলেজ’ নামে একটি নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
গ্রামীণ শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি ও ঝরে পড়া রোধই এ কলেজের প্রধান লক্ষ্য।
গত ৫ জুলাই এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কলেজের উদ্বোধন করেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক মো. সোহরাব হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও দ্য ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক ড. এনায়েত করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিচালক অধ্যাপক মো. ওমর ফারুক, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন।
প্রধান অতিথি মো. সোহরাব হোসেন বলেন, “এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।” তিনি শিক্ষার মান উন্নয়ন ও কর্মমুখী কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
কলেজের প্রতিষ্ঠাতা ড. এনায়েত করিম জানান, ভাষা ও কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের বিদেশে চাকরির জন্য প্রস্তুত করা হবে। ভবিষ্যতে অনার্স ও মাস্টার্স প্রোগ্রাম চালুর পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।
এলাকাবাসী আশা করছেন, কলেজটি গ্রামীণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin